৩০ জানুয়ারি, ২০২১ ২২:১১

টাঙ্গাইলে ৫ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর জয়

টাঙ্গাইল পৌরসভা

টাঙ্গাইলে ৫ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর জয়

সালমা আক্তার (বাঁয়ে), মো. সিদ্দীক হোসেন, আবু হানিফ আজাদ, এসএম সিরাজুল হক ও মো. মাসুদুল হক মাসুদ।

টাঙ্গাইলের ৫ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত এস এম সিরাজুল হক আলমগীর নৌকা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৬১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট।

মির্জাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত সালমা আক্তার ১২ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

ভূঞাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মো. মাসুদুল হক মাসুদ ৯ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট।

মধুপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মো. সিদ্দীক হোসেন ২৫ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. আ. লতিফ পান্না পেয়েছেন ১ হাজার ৬৫১ ভোট। 
 
এছাড়া টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মো. আবু হানিফ আজাদ ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেন সজীব পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর