৩১ জানুয়ারি, ২০২১ ০৩:৪৯

স্বরুপকাঠী পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী

পিরোজপুর প্রতিনিধি:

স্বরুপকাঠী পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী

পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. গোলাম কবির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. গোলাম কবির (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুর রহমান খান (মোবাইল ফোন) মার্কা ৩ হাজার ১৪৪ ভোট পেয়েছেন। 

এ নির্বাচনে নৌকার প্রার্থী ও সাবেক মেয়র গোলাম কবিরের সাথে কলেজ শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে অংশ নেওয়া মো. মাহমুদুর রহমান খানের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোটের লড়াই ছিল চমক। আর এ কারণে ভোটারদের মধ্যে আলোচনায় ছিল স্বতন্ত্র প্রার্থী।

এছাড়া মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ (ধানের শীষ) পেয়েছে ৯৪০ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মো. আবুল কালাম আজাদ (নারিকেল গাছ) পেয়েছে ১ হাজার ৯৪৫ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শিশির কর্মকার (জগ) পেয়েছে ৮৩৪ ভোট ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (লাঙ্গল) নিয়ে পেয়েছে ৫১ ভোট। 

স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে ৩৮ জন ও  সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩২৫ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৫৯৬ জন। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর