শিরোনাম
১২ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪৮

নেত্রকোনায় ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার প্রশিক্ষণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার প্রশিক্ষণ

ইভিএমে ভোট পদ্ধতি শেখানো হচ্ছে ভোটারদের।

নেত্রকোনায় দুই দিনব্যাপী মগ ভোটিং চলছে। ৯টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রগুলোতে প্রিজাইডিং-পোলিং কর্মকর্তারা ইভিএমে ভোট পদ্ধতি শিখাচ্ছেন।

তবে মগ ভোটে ভোটারদের আগ্রহ অনেক কম দেখা গেছে। যারা সচেতন তারা ভোট দেওয়ার পদ্ধতি দেখে যাচ্ছেন। শুক্রবার থেকে শুরু হয়েছে মগ ভোটিং, চলবে শনিবার পর্যন্ত।

নেত্রকোনা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কাউন্সিলর পদে দেখা দিয়েছে চরম উত্তেজনা। সাধারণ কাউন্সিলর পদে মোট ৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী লড়াই করছেন।

এদিকে, সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নিয়েছে তারা।

তবে পৌরসভার ২ নম্বর ও ৪ নম্বরের দুটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে নেত্রকোনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিগত সময়ের নির্বাচন পর্যবেক্ষণ করে ও ভোট কারচুপির অভিযোগ থাকায় কেন্দ্রটিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে প্রশাসন বলছে কোনো ধরনের অনিয়ম হবে না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর