১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১০:০৩

টাঙ্গাইলে যেমন ভোট হচ্ছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে যেমন ভোট হচ্ছে

গোপালপুর পৌরসভায় ইভিএমে ও কালিহাতী পৌরসভায় ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে টাঙ্গাইলের দুইটি পৌরসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ চলছে। গোপালপুর পৌরসভায় ইভিএমে ও কালিহাতী পৌরসভায় ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বেড়ে যায়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠ রাখতে প্রশাসনের পক্ষ হতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পুরো নির্বাচনী এলাকায় রয়েছে এক প্লাটুন বিজিবি এবং পর্যাপ্ত সংখ্যক র‌্যাবের টহল। দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রায়েছে মোবাইল কোর্ট ও স্টাইকিং ফোর্স। এ ছাড়াও গোপালপুর পৌরসভায় বিজিবি টহল দিচ্ছে।

দুটি পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি পৌরসভায় মোট ভোটার ৬৯ হাজার ৩৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ১১৮জন ও নারী ভোটার ৩৫ হাজার ২৭২ জন। দুই পৌরসভায় মোট ভোট কেন্দ্রের  সংখ্যা ৩০টি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর