১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৪

কঠোর নিরাপত্তায় রামগতিতে ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুর প্রতিনিধি

কঠোর নিরাপত্তায় রামগতিতে ভোটগ্রহণ চলছে

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে এ ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 

স্থানীয় চরসিতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়, চর ডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এখনো পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, প্রথম ইভিএমে ভোট নিয়ে ভোটারদের মাঝে অন্যরকম অনূভূতি দেখা গেছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনায় তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এদিকে বিএনপি’র প্রার্থী তার অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, এরকম পরিবেশে ভোট হলে ধানের শীষ তথা তিনি বিজয়ী হবেন।

এদিকে লক্ষ্মীরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, সুষ্ঠ, অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ১ প্লাটুন বিজিবি, ৭০ জন পুলিশ সদস্য, ৯০ জন আনসার সদস্য, র‌্যাব ও কোস্ট গার্ড এর বিশেষ টিম ও ৫টা স্ট্রাইকিং ফোর্স, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে এখানে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৬ জন, কাউন্সিলর পদে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। এ পৌরসভায় ৯ টি ওয়ার্ডের ১০ টি কেন্দ্রে ২০ হাজার ৯’শ ৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর