১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১০:২০

মেলান্দহে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

জামালপুর প্রতিনিধি

মেলান্দহে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

জামালপুরের মেলান্দহ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চতুর্থ ধাপে জামালপুরের মেলান্দহ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি-সহ মোট তিন দলের তিনজন মেয়র প্রার্থী এই পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন ভোটাররা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের মাধ্যমে যোগ্য পৌরপিতা ও অন্যান্য কাউন্সিলররা নির্বাচিত হবেন এমনটাই প্রত্যাশা সকলের।

জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, মেলান্দহ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান পৌর মেয়র শফিক জাহেদী রবিন নৌকা প্রতীকে, বিএনপির মনোয়ার হোসেন হাওলাদার ধানের শীষ প্রতীকে ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের লিয়াকত হোসেন হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়াও মোট ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনে ১০টি কেন্দ্রে সর্বমোট ২৪ হাজার ৫৬৪ জন ভোটার ভোট প্রদান করবেন, যার মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১২ হাজার ৭২৫ জন। নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২২৪ পুলিশ সদস্য, বিজিবি ৩ প্লাটুন ও র‌্যাবের ৪টি টহলটিম।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর