১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৮
পৌরসভা নির্বাচন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জয়ের প্রত্যাশা দুই দলের প্রার্থীর

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জয়ের প্রত্যাশা দুই দলের প্রার্থীর

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদেও উপস্থিতি বেশ। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। র‌্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজদারিতে ভোট গ্রহণ চলছে।

মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. শামছুল হক (নৌকা প্রতীক) সকাল সাড়ে ৮টায় ভোট দেন মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ভোট প্রদান শেষে তিনি জানান, ভোট শান্তিপূর্ণভাবে চলছে। ইনশাল্লাহ, আমি বিজয়ী হব।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহ জালাল কাজল (ধানের শীষ প্রতীক) ভোট প্রদান করেন বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তিনিও সুষ্ঠু ভোট হলে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম স্বতন্ত্র (মোবাইল ফোন প্রতীক) ভোট প্রদান করেন বলিটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।    

কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ডে পাঁচজন, ২নং ওয়ার্ডে দুইজন, ৩নং ওয়ার্ডে চারজন, ৪নং ওয়ার্ডে ছয়জন, ৫নং ওয়ার্ডে তিনজন, ৬নং ওয়ার্ডে চারজন, ৭নং ওয়ার্ডে চারজন, ৮নং ওয়ার্ডে সাতজন ও ৯নং ওয়ার্ডে পাঁচজন প্রার্থী রয়েছেন। সংরক্ষিত নারী আসনে নারী কাউন্সিলর পদে ১নং সংরক্ষিত ওয়ার্ডে দুইজন, ২নং সংরক্ষিত ওয়ার্ডে তিনজন প্রার্থী হয়েছেন। ৩নং সংরক্ষিত ওয়ার্ডে জয়নব বিবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর