১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৯

চাটখিল-সোনাইমুড়ি পৌর নির্বাচন: দলীয় প্রতীকের ভোট দিতে পারছেন না ভোটাররা

নোয়াখালী প্রতিনিধি

চাটখিল-সোনাইমুড়ি পৌর নির্বাচন: দলীয় প্রতীকের ভোট দিতে পারছেন না ভোটাররা

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি পৌরসভা নির্বাচন আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

তবে বেশিরভাগ কেন্দ্রের বুথের বাহিরে লাইনে দাঁড়ানো ভোটাররা বলছেন, ভোট ধীর গতীতে হওয়ায় তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে। অনেকে ভিতরে গিয়ে ভোট না দিতে পারারও শঙ্কা প্রকাশও করেন। আবার যারা ভোট দিয়ে এসেছে তাদের দাবি, কাউন্সিলরের ভোট দিতে পারলেও দলীয় প্রতীকের ভোট দিতে পারছেন না ভোটাররা।

যদি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি রিটার্ণিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর