শিরোনাম
১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:২২

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ

অনলাইন ডেস্ক

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ

ফাইল ছবি

দেশে চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে গড়ে ৬৫ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত ফলে এ তথ্য জানা গেছে।

এই ধাপে ৫৫ পৌরসভায় মেয়র পদে ১৪ লাখ ৫৪ হাজার  ৪৮০ জন ভোটারের মধ্যে ৯ লাখ ৫৫ হাজার ২৪০ জন ভোট দেন। সে হিসাবে এই ধাপে ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বরিশালের বানারীপাড়ায় ৯২ দশমিক ৬০ শতাংশ। আর চট্টগ্রামের পটিয়ায় সর্বনিম্ন ভোট পড়েছে ৪৬ দশমিক ০৭ শতাংশ।

এর আগে ২৮ ডিসেম্বরের প্রথম ধাপে ২৩ পৌরসভায় ভোটে ৬৫ শতাংশ, ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ৬২ শতাংশ ও ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ৬২ পৌরসভা নির্বাচনে ভোট পড়ে ৭০ দশমিক ৪২ শতাংশ।

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট হবে।    

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর