৯ মার্চ, ২০২১ ২২:২৯

যশোরে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্রসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্রসহ আটক ৪

প্রতীকী ছবি

যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী কার্যালয় থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার ও চার ‘সন্ত্রাসীকে’ আটক করেছেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রকিবুজ্জামান। 

আটকরা হলেন শুভ (২৮), সবুজ (২৭) রায়হান (২৮) ও হিমেল (২০)। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে শহরের চারখাম্বার মোড়ে ফুড গোডাউনের পাশে ওই কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে এই অস্ত্র উদ্ধার ও চারজনকে আটক করা হয়। 

চাঁচড়া ফাঁড়ির ইন্সপেক্টর রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে একটি নাইম এমএম পিস্তল ও একটি ম্যাগজিনসহ কাউন্সিলর প্রার্থীর ছেলে শুভসহ চারজনকে আটক করা হয়। 

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, আটকরা চিহ্নিত চাঁদাবাজ। তাদের কাছে অস্ত্র, ইয়াবা ও পর্নোগ্রাফির প্রমাণ মিলেছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে চারটি মামলা হবে বলে জানান তিনি। পুরো ঘটনার ব্যাপারে কাউন্সিলর প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর