১১ মার্চ, ২০২১ ১৮:১৫
পৌরসভা নির্বাচন

ভাঙ্গায় মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের ৭ নেতা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের ৭ নেতা

আগামী ১১ এপ্রিল ভাঙ্গা পৌরসভা নির্বাচন। গত ৭ মার্চ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নৌকা প্রতীক পাওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ৭ সম্ভাব্য প্রার্থী।

তারা হলেন-বর্তমান মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ-বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিয়ান আব্দুল ওয়াদুদ, ভাঙ্গা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র মালো, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা বদরুজ্জামান টিপু ও ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. লাহু মিয়া।

১৯৯৭ সালের ১ মার্চ ভাঙ্গা, হামিরদী, আলগী ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে ভাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৮ দশমিক ৫ বর্গ কিলোমিটারের এ পৌরসভায় বর্তমান ২৭টি মহল্লায় ২৮ হাজার ৮৩ জন পুরুষ, ২৫ হাজার ২৩৮ জন নারী জনসংখ্যা রয়েছে।

প্রতিষ্ঠার পর এর আগে ৩ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি চতুর্থ নির্বাচন। এ নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৮৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪৩৫, নারী ভোটার ১৩ হাজার ৪৪৬ ও তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর