১৯ মার্চ, ২০২১ ০১:৪২

পিরোজপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ৩ সমর্থককে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ৩ সমর্থককে কুপিয়ে জখম

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ৩ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ইউপি নির্বাচন নিয়ে বিরোধে জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে কদমতলা ইউনিয়নের নিকারীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উত্তর পোরগোলা এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর পুত্র দেলোয়ার ব্যাপারী (৪৮), সৈয়দ আলী মল্লিকের পুত্র জামাল মল্লিক (২৫), মো: মোস্তফা মোল্লার পুত্র রাসেল মোল্লা (২১)।

পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও কদমতলা ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হানিফ খানের স্ত্রী নাসিমা খানম জানান, সন্ধ্যার পরে কদমতলা ইউনিয়নের নিকারীর হাট এলাকায় স্থানীয় সিহাবের নেতৃত্বে একদল লোক নৌকার কর্মীদের উপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে। আহতদের পুলিশের সহযোগীতায় আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রানা সাহা জানান, ৩ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। 

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর