সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

পাতারা তোমার নয়

মুহম্মদ নূরুল হুদা

পাতারা তোমার নয়,

পাতারা রোদের।

তুমি সেই পাতাগুলো

মেলে রাখো

বুকের নিশীথে।

বুক তো তোমার নয়,

বুক তো বোধের।

তুমি সেই বোধটাকে

জ্বেলে রাখো

সংক্রান্তি তিথিতে।

জলে ও কাদায় আর

বজ্রে-মেঘে

আকাশে-জমিনে,

পাতা আর বোধ মিলে

হাত ধরাধরি;

ভোরের শিশিরে,

সূর্যে,

রাতে-দিনে

আম্রকুঞ্জে

নক্ষত্র-মঞ্জরী।

নক্ষত্রেরা কাদের নিবাস?

নক্ষত্রে নক্ষত্রে তুমি,

নক্ষত্রে নক্ষত্রে আমি,

এ বৈশাখে নক্ষত্রের

নিত্য সহবাস।

সর্বশেষ খবর