সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

সবই ঠিক আছে, শুধু আমি ভাঙাবাঁশি

মহাদেব সাহা

সবখানে সব ঠিক আছে, শুধু আমি ঘোলা

কাদাজল

আমি ভাঙাবাঁশি, সন্ধ্যা রাতের ঝরে-পড়া ফুল,

অধীর অসহ্য তাপে গ্রীষ্মের নষ্টভ্রষ্ট ফল

আমারই মেলে না গলা, আমারই এই ভাঙা কণ্ঠস্বর।

সবাই রয়েছে মেতে, সবাই জ্বেলেছে মোমবাতি

সকলের হাতে জাদুর তাস, আমি শূন্য হাত

যে যার মত ট্রাম কার্ড আগেই নিয়েছে, আমি

পোড়ামাটিতে দাঁড়িয়ে,

সবাই খেলায় আছে, শুধু আমি মাঠে নেই;

সবখানে ঠিক আছে সব, রাস্তার বাতি, ট্রাফিক সিগনাল

ইস্টিশনে গার্ডের হুইসেল, নৈশভোজ

টকিহল,

আমি শুধু শীতে ভেজা এই উড়ো কাট

আমার মেলে না গলা, আমারই বাজে না

শুধু বাঁশি,

সবখানে সব ঠিক আছে, শুধু আমি ঝলসে গেছি,

আমি ঠিক নেই।

সর্বশেষ খবর