সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ইস্ত্রি করা জীবন আমার ভালো লাগে না

সরকার আমিন

যখন আমার দরকার একখণ্ড রুটি, একটু ভাজি, এক গ্লাস জল

তখন তুমি আমাকে উপহার দিচ্ছ দশভরি স্বর্ণ, হীরের আংটি, রবীন্দ্রসংগীত

আমি এখন কী করি, কী করি!

এমন তো নয় স্বর্ণের প্রতি আমার বিশেষ কোনো ঘৃণা আছে

হীরার প্রতি কোনো অভিমান, রবীন্দ্রনাথের প্রতি অশ্রদ্ধা!

আমার যখন দরকার প্রচুর বৃষ্টি, সঙ্গে মেঘের ডাক, উথাল-পাতাল ঝড়,

আমার যখন দরকার কুঁড়ে ঘর, পালা নড়ছে, টিন উড়ে যাচ্ছে

আমি যখন কোনো একটা খুঁটি ধরে কাঁপতে থাকব

তখন তুমি আমাকে উপহার দিচ্ছ সোনামুখী রোদ, বসন্তের বাতাস

এর মানে এই নয় আমি সুখী হতে অস্বস্তি বোধ করি

ও আমার মাননীয় সৃষ্টিকর্তা, আমাকে একটা উল্টাপাল্টা জীবন দাও

আমি যেন লালজামা পরে অশ্লীল ষাঁড়ের মুখোমুখি দাঁড়াতে পারি

ইস্ত্রি করা জীবন আমার ভালো লাগে না।

সর্বশেষ খবর