সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

বৈশাখের নিঃশ্বাসে

রবিউল হুসাইন

বৈশাখের নিঃশ্বাসে

জ্যৈষ্ঠের তাপ-ধুলো

আষাঢ়ে মেঘের মিছিল

শ্রাবণে বৃষ্টি এলো

ভাদ্রের ভরা জলে

আশ্বিনের ভেলা ভাসে

কার্তিকের মরা গাঙে

অঘ্রাণীর পাশে পাশে

পৌষের শেষ রাতে

মাঘটি জড়িয়ে ধরে

ফাগুনের সুরে কোকিল

চৈত্রে ডেকে মরে

গ্রীষ্মের দাবদাহে

বর্ষার জলধারা

শরতের শাদা মেঘে

হেমন্ত দিশেহারা

শীতের সোনালী রোদে

বসন্তের সূর্যস্নান

বারো মাসে ছয় ঋতু

প্রকৃতি কী দৃশ্যমান

বাংলার ঘরে ঘরে

নববর্ষ সম্বৎসর

সব দিনে বলে হেসে

শুভেচ্ছা কী খবর

সর্বশেষ খবর