৯ জুলাই, ২০২১ ১৩:২৭

২৫০ অসহায় পরিবারকে পুনাকের ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক

২৫০ অসহায় পরিবারকে পুনাকের ত্রাণ বিতরণ

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৫০ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে। গুলিস্থান হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ, পিপিএম (বার) স্বাস্থ্যবিধি মেনে ২৫০ অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন। এসময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এই উদ্যোগে গত ৪ জুলাই থেকে শুরু হয়। দরিদ্র মানুষের মাঝে সকালে নাস্তায় শুকনো খাবার, দুপুরে রান্না করা খাবার ও রাতে ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কর্মসূচী চলমান বিধিনিষেধ পর্যন্ত অব্যাহত থাকবে।

ব্যতিক্রম এই উদ্যোগে পুনাক সভানেত্রীর পক্ষ থেকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর