২৯ আগস্ট, ২০২১ ০৮:৫৪

হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার উন্নতি

অনলাইন ডেস্ক

হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার উন্নতি

হাসান আজিজুল হকে

খ্যাতনামা কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত তিন দিন ধরে তিনি স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিচ্ছেন। আলাদা করে অক্সিজেন দিতে হচ্ছে না।

হাসান আজিজুল হকের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান জানান, বাবার শরীরে যেগুলো মূল সমস্যা ছিল, সেগুলো ভালোর দিকে। শারীরিক পরীক্ষার রিপোর্টগুলোও এখন নরমাল। বর্তমানে তার লিভার, কিডনি ঠিকমতো কাজ করছে কিনা তার পরীক্ষা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাবার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়েছিল। তবে সে সমস্যা নরমাল হয়ে আসছে। নিউমোনিয়া হয়েছিল, সেটিও ভালোর দিকে। সবমিলিয়ে বাবা আগের চেয়ে অনেক ভালো আছেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট রাত সোয়া ৮টার দিকে হাসান আজিজুল হককে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষ একটি মেডিক্যাল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর