২১ অক্টোবর, ২০২১ ২৩:৩৫

মণ্ডপে কোরআন রাখা ইকবাল 'সন্দেহে' গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

মণ্ডপে কোরআন রাখা ইকবাল 'সন্দেহে' গ্রেফতার ১

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে এক ব্যক্তিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বলেন, ইকবাল হোসেন নামের একজনকে আমরা গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই চলছে। তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঁদপুর, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটে। চাঁদপুরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

সবশেষ পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তি হিসেবে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ।

সূত্র: জাগোনিউজ

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর