শিরোনাম
৬ নভেম্বর, ২০২১ ১৪:৩০
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ

বাস-ট্রাক-কাভার্ডভ্যানের পর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

বাস-ট্রাক-কাভার্ডভ্যানের পর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের পর এবার ঢাকা-বরিশাল রুটসহ অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা দিয়েছেন মালিকরা।

শনিবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সিনিয়র সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল গণমাধ্যমকে জানান, ‘আমরা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলাম। সরকার এতে সাড়া দেয়নি। মালিকরা বলছেন, লস দিয়ে তারা আর লঞ্চ চালাবেন না। সদরঘাটের টার্মিনাল থেকে সব লঞ্চ সরিয়ে নেওয়া হচ্ছে।’

গত ৪ নভেম্বর থেকে ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে বাস-ট্রাক-কাভার্ডভ্যান চালানো বন্ধ রেখেছেন মালিকরা। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর