শিরোনাম
১২ নভেম্বর, ২০২১ ০৯:৫২

'সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বিচার বিভাগের অবস্থান জিরো টলারেন্স'

অনলাইন ডেস্ক

'সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বিচার বিভাগের অবস্থান জিরো টলারেন্স'

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বিচার বিভাগের অবস্থান জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।   

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ধর্ম আমাদের শিক্ষা দেয় উদারতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতা। আমাদের দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য আমাদের ধারণ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জুডিশিয়ারির অবস্থান জিরো টলারেন্স। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার চার্জশিট দেওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে বিচার নিষ্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী পরিষদ ও বাণী অর্চনা উদযাপন পরিষদ ২০২১-২০২২ এ অনুষ্ঠানের আয়েজন করে। এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ধর্মীয় বক্তা পূজ্যপাদ স্বামী পূর্ণতাত্মানন্দজী মহারাজ, উদযাপন পরিষদের আহ্বায়ক জয়া ভট্টাচার্য।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর