১৪ নভেম্বর, ২০২১ ১৪:০৪

সিসিইউতে খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল

অনলাইন প্রতিবেদক

সিসিইউতে খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়া। ফাইল ছবি

কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। রবিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। রক্তচাপ পর্যবেক্ষণের জন্য তাকে সিসিইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আজ রবিবার বিকেলে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভা হবে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ফলোআপ চিকিৎসা করানো হবে।

চিকিৎসার ফলোআপের জন্য গতকাল শনিবার বিকালে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালটির ব্লক ‘বি’-এর সাত হাজার ২০৫ নম্বর কেবিনে ভর্তি দেওয়া হয়।

এর আগে জ্বরে আক্রান্ত হলে, গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৭ নভেম্বর সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসা হয়। তার আগে করোনায় আক্রান্ত হলে, ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর