১৬ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৫৭

অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা

অনলাইন ডেস্ক

অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা

অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ এর জন্য মনোনীতরা। সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত সাহিত্য ভাবনার ছোটকাগজ ‘অপরাজিত’ এক যুগে পদার্পণ উপলক্ষে অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে। এ বছর কবিতায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি শিহাব শাহরিয়ার।

অপরাজিত’র সম্পাদক নাহিদ হাসান রবিন জানিয়েছেন, জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী—কবিতায় শিহাব শাহরিয়ার, উপন্যাসে সোনালী ইসলাম, প্রবন্ধে হাসিদা মুন, ছোটকাগজ সম্পাদনায় উদ্যান সম্পাদক তৌফিক জহুর এবং প্রকাশনায় ভাষাপ্রকাশের প্রকাশক মিজান রহমানকে অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত করা হয়েছে।

এ ছাড়া বাংলাসাহিত্যের তিন সম্ভাবনাময়ী লেখক—এলিজা খাতুন (কবিতায়), শফিক হাসান (ছোটগল্পে) ও সন্তোষ কুমার শীল (উপন্যাসে) অপরাজিত প্রজন্ম সাহিত্য পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন।

পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়। অল্পদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর