৬ মার্চ, ২০২২ ১২:২৩

দেড় মাস পরে উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু

অনলাইন ডেস্ক

দেড় মাস পরে উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ দীর্ঘ দেড় মাস পরে শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে। এ জন্য উচ্চ আদালতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আজ রবিবার সকাল ৯টায় আপিল বিভাগে ও সকাল সাড়ে ১০টায় হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়।

এর আগে গত ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আজ রবিবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেছিলেন, রবিবার থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হচ্ছিল। দীর্ঘ দিন পরে আজ থেকে উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর