১৪ মার্চ, ২০২২ ১৭:২৫

মিতু হত্যাকাণ্ড: বাবুল আক্তারকে কেন জামিন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক

মিতু হত্যাকাণ্ড: বাবুল আক্তারকে কেন জামিন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

মিতু ও বাবুল

মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে কেন জামিন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

গত ২২ ফেব্রুয়ারি মিতুর বাবা মোশাররফ হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। একই সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিবর্তে র‍্যাব অথবা সিআইডিকে দিয়ে মামলাটি তদন্তের আবেদন করেন মিতুর বাবা।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে জিইসি মোড়ে কুপিয়ে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় ঢাকায় অবস্থান করা মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। বাবুলকে আসামি করে দ্বিতীয় মামলাটি করেন বাবুলের শ্বশুর মোশাররফ। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর