৭ জুন, ২০২২ ২১:৪৭

জোনায়েদ সাকির ওপর হামলা সরকারের ব্যর্থতা থেকে দৃষ্টি ফেরানোর কৌশল : ইউট্যাব

অনলাইন ডেস্ক

জোনায়েদ সাকির ওপর হামলা সরকারের ব্যর্থতা থেকে দৃষ্টি ফেরানোর কৌশল : ইউট্যাব

চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। 

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আহতদের সহমর্মিতা জানাতে হাসপাতালে দেখতে গেলে জোনায়েদ সাকির ওপর হামলা কেবলমাত্র কাপুরুষদের দ্বারাই সম্ভব। এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী। 

সরকার হিংস্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে দেশ চালাতে চায়, আজকের ঘটনা তারই প্রমাণ। এই হামলা সরকারের সকল ব্যর্থতা থেকে দৃষ্টি ফেরানোর কৌশল। এই হামলা নারকীয় এবং ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।  

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, আওয়ামী ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক জোনায়েদ সাকির ওপর সহিংস আক্রমণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জোনায়েদ সাকির আশু সুস্থতা কামনা করছি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

বিডি প্রতিদিন/আবু জাফর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর