১২ জুলাই, ২০২২ ১৮:১৩
ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজের প্রতিবেদন

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন প্রণয় ভার্মা

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন প্রণয় ভার্মা

প্রণয় ভার্মা

বাংলাদেশে নতুন হাইকমিশনার হতে পারেন ভিয়েতনামে কর্মরত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। স্থানীয় ওয়ার্ল্ড ইজ অন নিউজের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন দূতাবাসের উপপ্রধান সুধাকর দালেলার নাম চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে প্রণয় ভার্মাকে ঢাকা দূতাবাসের জন্য সুপারিশ করা হয়েছে।

বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে হাইকমিশনার পদে যোগ দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন প্রণয় ভার্মা।

প্রণয় ভার্মা ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। তিনি ফরেন সার্ভিসে যোগ দেন ১৯৯৪ সালে। কূটনীতিক হিসেবে তিনি হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে কাজ করেছেন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে ২০১৭ থেকে কাজ করেন। তার আগে ভারতের পরমাণু কূটনীতি হিসেবে অ্যাটমিক এনার্জিতে অধিকর্তার কাজ করেন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রণয় প্রথমে টাটা স্টিলে কাজ করেছেন। ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার স্ত্রী মনু, এক পুত্র ও কন্যা সন্তান রয়েছে।

বিডিপ্রতিদিনি/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর