২৬ আগস্ট, ২০২২ ২৩:০৪

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত মাহবুব তালুকদার

অনলাইন ডেস্ক

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত মাহবুব তালুকদার

মাহবুব তালুকদার। ফাইল ছবি

রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কবরস্থানের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে শুক্রবার বিকালে তাকে সমাহিত করা হয়।

গত বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার বাদ জুমা সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়ান জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মো. রুহুল আমিন। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

তার জানাজায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ বিশিষ্টজন ও সাধারণ মানুষ। 

পরে মাহবুব তালুকদারের মরদেহ বারিধারার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৪টার দিকে মাহবুব তালুকদারের মরদেহবাহী গাড়িটি বুদ্ধিজীবী কবরস্থানে পৌঁছায়। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর