৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩৭

বিএসএমএমইউতে চিকিৎসা নিলেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিএসএমএমইউতে চিকিৎসা নিলেন পররাষ্ট্রমন্ত্রী

এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উচ্চ রক্তচাপ ও ভার্টিগোর সমস্যার কারণে হাসপাতালে যান তিনি। এ সময় মন্ত্রীর শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষাও করানো হয়েছে। সেগুলোর রিপোর্ট আজ দেয়া হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরে পররাষ্ট্র্রমন্ত্রীরও যাওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। গত রবিবার রাতেই মন্ত্রী অসুস্থতা বোধ করেন। তখন পররাষ্ট্রমন্ত্রীকে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শেখ ফয়েজ আহমদ দেখে এলেও গতকাল বিএসএমএমইউতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান তিনি।

ফয়েজ আহমেদ বলেন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহমান মন্ত্রীকে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর