৩০ এপ্রিল, ২০২৩ ১১:৪৬

যে কারণে বাতিল হলো জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র

অনলাইন ডেস্ক

যে কারণে বাতিল হলো জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র

জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। 

আজ জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয়। তবে জাহাঙ্গীরের মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, তিনি চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মনোনয়নপত্র বাতিলের পর জাহাঙ্গীর আলম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাছাই চলাকালে যে ব্যাংকের ঋণখেলাপির কথা বলা হচ্ছে, তার সব ঋণ আমার শোধ করা আছে। ওই ব্যাংকের প্রতিনিধিও জানিয়েছেন, আমার ঋণ হালনাগাদ করা আছে। হয়তো কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ তথ্য পৌঁছায়নি।’

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর