১ মে, ২০২৩ ১০:৩৩
যুক্তরাষ্ট্রে নেতাকর্মীদের শেখ হাসিনা

‘এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার’

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

‘এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার’

ভার্জিনিয়ায় হোটেল রিটজ কার্লটনে সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটির দাবিতে সোচ্চার নেতৃবৃন্দ

আওয়ামী লীগের নেতাকর্মীদের একযোগে কাজের নির্দেশ দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সামনের নির্বাচনে নৌকার প্রার্থীদের জয় প্রদানে প্রবাসীদের দায়িত্ব অনেক বেশি। কারণ, বিশেষ একটি মহল যুক্তরাষ্ট্রে অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে আবারো থামিয়ে দিতে।’

এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার পাশাপাশি মার্কিন বন্ধুদের চলমান উন্নয়ন-অভিযাত্রার পক্ষে রাখতে হবে বলেও উল্লেখ করেছেন গণতান্ত্রিক বিশ্বে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে রেকর্ড সৃষ্টিকারী শেখ হাসিনা।

বিশ্বব্যাংকের বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের সাক্ষাৎ ঘটে ২৯ এপ্রিল শনিবার। ছোট ছোট গ্রুপে পর্যায়ক্রমে অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান।

সেসময় অনেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটির দাবি জানালে শেখ হাসিনা উল্লেখ করেন, ‘সামনের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার তাই এখন কোনো বিবাদ-বিভক্তি নয়। সকলে যেন পরস্পরের সহযোগী হয়ে কাজ করেন। নির্বাচনের পর নতুন কমিটি অবশ্যই করা হবে।’

২৯ এপ্রিল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা বিভিন্ন গ্রুপে ছিলেন ড. সিদ্দিকুর রহমান, এম ফজলুর রহমান, নিজাম চৌধুরী, ডা. মাসুদুল হাসান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইরিন পারভিন, হিন্দাল কাদির বাপ্পা, মাসুদ হোসেন সিরাজি, ইমদাদ চৌধুরী প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনও ছিলেন সেখানে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর