৭ মে, ২০২৩ ১৬:০১

গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবে না। এজন্য সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাতে হবে।

আজ দুপুরে ঠাকুরগাঁও রুহুল আমিন মিলনায়তন হলরুমে সদর উপজেলা বিএনপির কাউন্সিলের ২য় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বেশিরভাগ রাজনৈতি দল আমরা একমত হয়েছি এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাবো না। আমরা চাই কোন দলীয় সরকারের অধীনে নয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্ন তুলে বলেন, যারা পদে পদে দেশের জনগণকে বিএনপি আওয়ামী লীগ দুই ভাগে ভাগ করে তারা জনগণের সরকার হতে পারে না। এই সরকার আওয়ামী লীগের সরকার জনগণের সরকার নয়।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর