১৫ জুন, ২০২৩ ১৩:৪০

'নিজেরা সচেতন না হলে ছোট দুর্যোগও বড় ক্ষতির সম্মুখীন করবে'

নিজস্ব প্রতিবেদক

'নিজেরা সচেতন না হলে ছোট দুর্যোগও বড় ক্ষতির সম্মুখীন করবে'

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. মিজানুর রহমান বলেছেন, দুর্যোগের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের ব্যাপার। নিজেরা যদি সচেতন না হয় তাহলে ছোট দুর্যোগও বড় ক্ষতির সম্মুখীন করবে। যদি সঠিক সময় সঠিক উদ্যোগ গ্রহণ না করি তাহলে আমরা বড় দুর্যোগে পতিত হবো।

বুধবার রাজধানীর একটি হোটেলর স্ট্রেংথেনিং আরবান পাবলিক প্রাইভেট প্রোগ্রামিং (সুপার) কনসোর্টিয়াম 'স্মার্ট বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রাইভেট সেক্টর এবং মিডিয়ার সম্পৃক্ততা' শীর্ষক এক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।  

যেকোন দুর্যোগে এখন প্রচুর দর্শক ও কাজের চেয়ে অকাজের লোকের জমায়েত বেশি হয় মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি বলেন, ‘অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় জনসমাগমের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। যেকোনো দুর্যোগে এখন প্রচুর দর্শক। কাজের চেয়ে অকাজের লোক বেশি হয়। ঢাকায় আর ভলান্টিয়ারের দরকার নেয়। এখন ভলান্টিয়ার দরকার ঢাকার বাইরে। যাতে ঢাকা দুর্যোগে পতিত হলে ভলান্টিয়াররা এসে কাজ করতে পারেন।’

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর