১৯ জুন, ২০২৩ ১২:৩২

পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি পরিশোধ

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি পরিশোধ

সংগৃহীত ছবি

নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের আগে আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে ৩১৬ কোটি দুই লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংশ্লিষ্টরা জানান, গত পাঁচ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা পরিশোধ করা হয়েছে। এ নিয়ে প্রথম বছরে ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৪২ টাকা পরিশোধ করা হলো। পরে অর্থ বিভাগ ও ডিএমটিসিএল এর মধ্যে স্বাক্ষরিত SLA-69 অনুযায়ী এমআরটি লাইন ছয় নির্মাণের জন্য গৃহীত ঋণের প্রথম কিস্তির চেক তুলে দেন সেতুমন্ত্রী। 

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও সাংবাদিকরা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর