২৪ জুন, ২০২৩ ২০:৩৩

পদোন্নতি পেলেন ১৯১ বিচারক

অনলাইন ডেস্ক

পদোন্নতি পেলেন ১৯১ বিচারক

দেশের বিচারিক (অধস্তন) আদালতের ১৯১ জন বিচারকের পদোন্নতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সহকারী জজ বা সমপর্যায়ের এসব বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-১) এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের সই করা  প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সহকারী জজ বা সমপর্যায়ের এসব বিচারককে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত বিচারকরা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ -এর বেন্তন স্কেলের চতুর্থ গ্রেড অনুসারে বেতন পাবেন।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখুন এখানে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর