৩১ জুলাই, ২০২৩ ১৭:০৭
বেতন ষষ্ঠ গ্রেডে

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৭৭ জনের পদোন্নতি

অনলাইন ডেস্ক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৭৭ জনের পদোন্নতি

পদোন্নতি পেয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হলেন ৭৭ জন

দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৭৭ জনকে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষিকা ও প্রধান শিক্ষক করা হয়েছে। পদোন্নতি দিয়ে তাদের কর্মস্থলে পদায়নও করা হয়েছে। 

তাদের বেশির ভাগকেই বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়েছে। তবে কয়েকজনকে জেলা শিক্ষা কর্মকর্তা পদেও পদায়ন করা হয়েছে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয়। 

সহকারী প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষক থেকে তারা পদোন্নতি পেয়েছেন। তারা জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে বেতন ও সুযোগ-সুবিধা পাবেন।

পদোন্নতিপ্রাপ্ত ৭৭ জনের তালিকা এখানে দেখুন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর