২১ আগস্ট, ২০২৩ ১৭:২৫

প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে আরও ৫ চিকিৎসক গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে আরও ৫ চিকিৎসক গ্রেফতার

প্রতীকী ছবি

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আরও পাঁচ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। সিআইডির একটি দল সোমবার খুলনা থেকে তাদের গ্রেফতার করে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা।

তিনি বলেন, খুলনা থেকে গ্রেফতার পাঁচ চিকিৎসককে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। বাকিরা জবানবন্দি না দিলে রিমান্ড চাওয়া হবে।  

এর আগের সাতজনসহ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এ নিয়ে ১২ জন চিকিৎসক গ্রেফতার হলেন।

সিআইডি জানায়, নতুন গ্রেফতাররা হলেন ডা. মো ইউনুসজ্জামান খান তারিম (৪০), ডা. লুইস সৌরভ সরকার (৩০), ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬), ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৬) ও ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪)। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর