৩১ আগস্ট, ২০২৩ ১৫:০৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ

অনলাইন ডেস্ক

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ

এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ।

এই পুরস্কার প্রবর্তনের ৬৫তম বার্ষিকীতে করভিকে চলতি বছর ‘উদীয়মান নেতা’ হিসেবে এ স্বীকৃতি দিল র‍্যামন ম্যাগসাইসাই কর্তৃপক্ষ। 

এবারের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন আরও তিনজন। তারা হলেন ভারতের রবি কান্নান আর., পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের।

আজ বৃহস্পতিবার র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে। 

ওয়েবসাইটে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করা, সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, হাজারো তরুণ-তরুণীকে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করা ও করভির দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় করভি রাখসান্দ আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘২০০৭ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছি আমরা। শিক্ষামূলক কার্যক্রমে ক্রমান্বয়ে আমাদের পরিধি বেড়েছে। এ পুরস্কার আমাদের জন্য একটি বড় স্বীকৃতি। এটি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর