শিরোনাম
৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:০৮

৩ বছর দণ্ডের বিরুদ্ধে সাহেদের আপিল শুনানির জন্য গ্রহণ

অনলাইন ডেস্ক

৩ বছর দণ্ডের বিরুদ্ধে সাহেদের আপিল শুনানির জন্য গ্রহণ

মোহাম্মদ সাহেদ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে মোহাম্মদ সাহেদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো.আখতারুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন।

পরে দুদক আইনজীবী জানান, আদালত তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। তবে তাকে জামিন দেননি।

গত ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার ওই রায় দেন। রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। ৬০ কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।  
 
সাহেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একটি আদালত।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর