২ অক্টোবর, ২০২৩ ২১:৫২

শূন্য দুই আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে মঙ্গলবার

অনলাইন ডেস্ক

শূন্য দুই আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে মঙ্গলবার

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আব্দুস সাত্তার ভূঞা ও লক্ষ্মীপুর-৩ আসনের এম শাহজাহান কামালের মৃত্যুতে দুটি আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আসন দুটিতে উপনির্বাচন হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক হবে। সেখান থেকে এই দুই আসনে উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এদিকে আজ সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আসন দুটি শূন্য হওয়া কথা জানানো হয়েছে।

ব্রাহ্মবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি এ কে এম শাহজাহান কামাল রাজধানীর একটি হাসপাতালে গত ৩০ সেপ্টেম্বর ভোরে মৃত্যুবরণ করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর