২৮ অক্টোবর, ২০২৩ ১২:৩৫

মিছিলের স্রোত এসে ঠেকছে নয়াপল্টনে

নিজস্ব প্রতবেদক

মিছিলের স্রোত এসে ঠেকছে নয়াপল্টনে

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এরইমধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে মিছিলের স্রোত এসে ঠেকেছে নয়াপল্টনের সমাবেশস্থলে। 

এছাড়া মতিঝিল, আরামবাগ, কমলাপুর, কাকরাইল, ফকিরাপুল, শান্তিগর থেকে মালিবাগ পর্যন্ত চলে গেছে জনস্রোত। মঞ্চে দেশের গান পরিবেশিত হতে দেখা গেছে। 

ঝিনাইদহ থেকে এসেছেন সাইফুল ইসলাম । তিনি বলেন, মহাসমাবেশ বহু দেখেছি। কিন্তু কোনো সমাবেশে এতো মানুষ দেখিনি। ঝিনাইদহ বিএনপির পক্ষ থেকে বলছি, এই সরকারের পদত্যাগ চাই। 

ঢাকার উত্তরা থেকে কফিল উদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন। ইশতেয়াক রেজা নামে এক কর্মী বলেন, এই অবৈধ সরকারকে মানুষ চায় না। আমরা এই সরকারের পদত্যাগ চাই। দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগ করুন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর