২৯ অক্টোবর, ২০২৩ ১০:৪২

আমীর খসরুর বাসায় তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

আমীর খসরুর বাসায় তল্লাশি

আমীর খসরুর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বনানীতে তার দুটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। তবে তখন বাসায় ছিলেন না তিনি।

আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু সংবাদমাধ্যমকে বলেন, ‌‘সকালে ডিবি পুলিশের সদস্যরা আমাদের দুটি ফ্ল্যাটে এসে বাবাকে খুঁজতে তল্লাশি চালায়। তারা বাসার প্রতিটি রুম খুঁজে দেখেন। বাবার পাসপোর্ট ও মায়ের মোবাইল ফোন নিয়ে যান। প্রায় ৪০-৫০ মিনিট পর আবার ফেরত দেন।’ 

তিনি আরও বলেন, ‘বাবা কোথায় আছেন ডিবি পুলিশ জানতে চেয়েছে। আমি জানিয়েছি যে, গতকাল সমাবেশ শেষে বাসায় ফেরননি বাবা। তল্লাশির কারণ জানতে চাইলে পুলিশ আমাদের বলেছেন যে তারা দায়িত্ব পালন করছেন। তল্লাশির সময় আমরা পুলিশ সদস্যদের সহযোগিতা করেছি।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ।

আজ রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে মির্জা ফখরুলের আটকের কথা নিশ্চিত করেন।

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে রাজধানীর বিভিন্ন গন্তব্যে কিছু গণপরিবহন চলছে। তবে  অন্য দিনের তুলনায় কম। তবে ছাড়ছে না দূরপাল্লার বাস।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর