২৯ অক্টোবর, ২০২৩ ১১:৩০

তাঁতীবাজারে যাত্রী সেজে বাসে আগুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

তাঁতীবাজারে যাত্রী সেজে বাসে আগুন

যাত্রী সেজে তাঁতীবাজারে বাসে আগুন

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে যাত্রী সেজে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বামে আগুন লাগিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন দেওয়া হয়।

দুইজন লোক আগুন লাগিয়ে দৌড় দেওয়ার সময় বংশাল থানা পুলিশ একজনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে রাজধানীর বিভিন্ন গন্তব্যে কিছু গণপরিবহন চলছে। তবে অন্য দিনের তুলনায় কম। ছাড়ছে না দূরপাল্লার বাস।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কারা আগুন দিয়েছেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ সদস্যরা আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে ততক্ষণে গাড়িটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

’বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর