১৭ নভেম্বর, ২০২৩ ১২:৫০

সারাদেশে নৌযান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

সারাদেশে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’-এর ক্ষয়ক্ষতি এড়াতে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে রূপ নেওয়ায় আজ শুক্রবার (১৭ নভেম্বর) এ সিদ্ধান্ত হয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা শুক্রবার সকালে এ ঘোষণা দেন। 

তিনি বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নেওয়ার পর মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বরে বিপৎসংকেত দেখানো হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে এ বিপৎসংকেত জারির পর আমরা সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এর আগে দুপুর থেকে ঘূর্ণিঝড়ের অগ্রপ্রান্ত উপকূল অতিক্রম শুরুর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর