১৭ নভেম্বর, ২০২৩ ১৬:৩৮

উপকূল অতিক্রম করে দুর্বল ‘মিধিলি’, নামল বিপৎসংকেত

অনলাইন ডেস্ক

উপকূল অতিক্রম করে দুর্বল ‘মিধিলি’, নামল বিপৎসংকেত

ফাইল ছবি

উপকূল অতিক্রমের পর ঘূর্ণিঝড় ‘মিধিলি’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।  

এজন্য মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার বিকালে সবশেষ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মিধিলি’ বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিয়চাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।’

‘গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে’,- বলা হয় বিজ্ঞপ্তিতে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর