২৩ নভেম্বর, ২০২৩ ১২:৫২

রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল

নিজস্ব প্রতিবেদক

রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল

৬ষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর ফকিরাপুল এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

আজ সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত ফকিরাপুল সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার, সহ সভাপতি আরিফুল ইসলাম, মাহবুব মিয়া, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাবি যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, প্রচার সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ডা. জিসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনির, দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম ভূঁইয়া, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, সহ সাধারণ সম্পাদক শাহ পরান, সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, মহানগর ছাত্রদল নেতা আসাদ, আব্দুর রব সিয়াম, শরীফ, যুবদল দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, বরিশাল আগৈলঝড়ার সদস্য সচিব শাহেদ, যুগ্ম আহ্বায়ক এসেন্ট, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়, ঢামেক যুবদল কর্মী রনি, ছাত্রদল কর্মী ফরহাদ, মহসিন, জুনায়েদ, রাজ্জাক ও মাসুম বিল্লাহ-সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর