গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানীর সভাপতিত্বে ও গণফোরাম নেতা মুহাম্মদ রওশন ইয়াজদানীর পরিচালনায় গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আবদুল কাদের, গণফোরাম নেতা মুহাম্মদ উল্লাহ মধু, অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ প্রমুখ বক্তব্য রাখেন।
সুব্রত চৌধুরী বলেন, দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করে যারা জনবিচ্ছিন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ওপরও নাকি স্যাংশন আসতে পারে। বিশ্বে যেসব স্বৈরাচার একতরফা ভাবে নির্বাচন করে বছরের পর বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে- তাদের ওপর স্যাংশন এসেছে, তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। অতএব তাদের দেখে শিক্ষা নিন।বিডি প্রতিদিন/আরাফাত