৭ ডিসেম্বর, ২০২৩ ১৫:০৫

আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি : চুন্নু

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি : চুন্নু

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দেরসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি।

বৈঠকে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি, প্রয়োজনও নেই বলে মনে করছে জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।

চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে গতকাল (বুধবার) রাতে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজনও নেই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে।

তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময় ও স্থান গোপন রেখেছি।

নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণ হবে আশা নিয়েই মাঠে আছি বলে তিনি উল্লেখ করেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর