১০ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৭

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কুয়াশা কেটে গেলে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সোয়া একটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হর। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে। সকালে কুয়াশার তীব্রতা কমে গেলে সাড়ে নয়টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে শনিবার রাত ১টা থেকে আজ রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এছাড়া ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে কয়েকটি ফেরি আটকে ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর