১৫ ডিসেম্বর, ২০২৩ ১৬:৩০

ডোন্ট সে দিস ওয়ার্ড ডিগবাজি : শাহজাহান ওমর

অনলাইন ডেস্ক

ডোন্ট সে দিস ওয়ার্ড ডিগবাজি : শাহজাহান ওমর

কথা বলছেন শাহজাহান ওমর

সাংবাদিকের প্রশ্নে ক্ষেপে গেলেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর। সাংবাদিকের উদ্দেশে তিনি বলেছেন, ‘ডোন্ট সে দিস ওয়ার্ড... ডিগবাজি। আপনি ভদ্রভাবে কথা বলুন। দল পরিবর্তন করেছি, এটা আমার সাংবিধানিক অধিকার। আপনি এখন একটি মিডিয়াতে আছেন, তবে আপনি চাইলে চাকরি পরিবর্তন করে অন্য মিডিয়াতে যেতেই পারেন।’ 

আজ শুক্রবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির পর ওই সাংবাদিক প্রশ্ন করেন যে, ‘আপনি তো ‘ডিগবাজি’ দিয়ে এসেছেন?’ এরপর শাহজাহান ওমর ক্ষেপে গিয়ে ওসব কথা বলেন। 

আরেক প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। সিইসি কাজী হাবিবুল আউয়াল আমার জানাশোনা লোক। মিথ্যা হলফনামা দেওয়ার অভ্যাস আমার নেই। তারা বলেছেন সেটি মিথ্যা কথা। আমি ন্যায়বিচার পেয়েছি।’ 

তিনি বলেন, ‘ছোটবেলা থেকে নির্বাচন করে আসছি, ইনশাআল্লাহ আবার নির্বাচন করব। নির্বাচন প্রতিহত করতে যদি কেউ জোর জবরদস্তি করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা সেটি দেখবে। কেউ যদি গায়ের জোর দেখায়, বল প্রয়োগ করে, সেটি নিয়ে আমার কোনো আশঙ্কা নেই। এটা প্রশাসনের বিষয়। তবে যেকোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক। আগে আমার প্রতীক ধানের শীষ ছিল, এবার নৌকা নিয়ে নির্বাচন করব।’

এর আগে, গত ৯ ডিসেম্বর শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। আবেদনে তিনি অভিযোগ করেন যে, শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন। আজ শুক্রবার তার এই আবেদন নামঞ্জুর করেছে ইসি। এতে করে ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থী শাহজাহান ওমরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকল না।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর